প্রশ্ন
উৎপত্তির বিচারে জনশ্রুতিগুলিকে কয়টি ধারায় ভাগ করা যায়?
উত্তর
উৎপত্তির দিক থেকে বিচার করলে জনশ্রুতিগুলিকে দুইটি ধারায় ভাগ করা যায়।
উৎপত্তির বিচারে জনশ্রুতিগুলিকে কয়টি ধারায় ভাগ করা যায়?
উত্তর
উৎপত্তির দিক থেকে বিচার করলে জনশ্রুতিগুলিকে দুইটি ধারায় ভাগ করা যায়।
উদাহরণ
-
১) মানুষের দেখা ঘটনার
বিবরণ। যেমন,
নবাব সিরাজকে নিয়ে নানা কিংবদন্তি।
২)
মানুষের না-দেখা ঘটনার বিবরণ। যেমন, কচ্ছপের পিঠে পৃথিবীর
অবস্থান ও তার নড়ে ওঠার কারণে ভুমিকম্প হওয়ার কাহিনি।
কিন্তু সাধারণভাবে
জনশ্রুতিকে পাঁচ ভাগে ভাগ করা হয় –
১)
পৌরাণিক কাহিনি ২) কিংবদন্তী ৩) লোককথা ৪) স্মৃতিকথা
এবং ৫) মৌখিক ঐতিহ্য
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন