তোমরা এখন দেখছো 'ইতিহাস বই'। বাংলা ভাষায় ইতিহাস বিষয়ক প্রথম ও একমাত্র ওয়েবসাইট। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ও পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ছাত্রছাত্রীদের (নবম থেকে দ্বাদশ শ্রেণির) সাহায্য করার লক্ষ্য নিয়ে এর যাত্রা শুরু। আশা করি সাইটটি তোমাদের কাজে আসবে।
যে ক্লাসের ইতিহাস প্রশ্ন ও উত্তর চাও নিচের সেই ক্লাসের লিংকের ওপর ক্লিক করো।
ইতিহাস বই নবম শ্রেণি।👈 ক্লিক করো
ইতিহাস বই দশম শ্রেণি।👈 ক্লিক করো
ইতিহাস বই একাদশ শ্রেণি।👈 ক্লিক করো
ইতিহাস বই দ্বাদশ শ্রেণি।👈 ক্লিক করো
📗📙 ইতিহাস বই ওয়েব সাইট দেখার নিয়ম :📘📙
তবে এখান থেকে সাহায্য পেতে হলে এই সাইট ব্যবহারের কিছু নিয়ম তোমার জানা দরকার। আমি ধরে নিচ্ছি তুমি নবম শ্রেণিতে পড়। প্রথম অধ্যায়ের প্রশ্ন পেতে চাও। সেই অনুযায়ী নিয়ম ব্যাখ্যা করছি।
১) প্রথমেই তোমাকে যে শ্রেণিতে (ক্লাসে) পড় (মেনুবারে থাকা) সেই শ্রেণিতে (নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির যেকোন একটিতে) ক্লিক করতে হবে।
২) এরপর যে পেজ খুলবে তা ওই শ্রেনির (নবম শ্রেণি-তে ক্লিক করলে ওটা নবম শ্রেণির মেনু হবে) জন্য। এই মেনুবারে নবম শ্রেণির প্রথম থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত মেনু দেখতে পাবে।
৩) যে অধ্যায়ের প্রশ্ন-উত্তর তুমি পেতে চাও এখন সেই অধ্যায়-এর ওপর ক্লিক কর। এবার তুমি প্রশ্নের পেজে এসে গেলে। এখন যে প্রশ্নের উত্তর তুমি চাও সেই প্রশ্নের ওপর ক্লিক করলেই উত্তর তোমার সামনে চলে আসবে।
৪) কীভাবে ক্লিক করে এগোবে? দেখে নাও ঃ
সংক্ষেপে ব্যাপারটা এমন 🔻🔻। (এই '➤➤' চিহ্নটা 'ক্লিক কর' বোঝাচ্ছে)
➤➤ ইতিহাস বই ➤➤ নবম শ্রেণি ➤➤ প্রথম অধ্যায় ➤➤ প্রশ্ন 😄😄 উত্তর।
কী, কেমন লাগছে তোমাদের?
কোন সমস্যা হলে অথবা ভালো লাগলে অবশ্যই তোমার শ্রেনির 'মতামত লেখো' পেজে যাও এবং কমেন্ট বক্সে জানাও। তুমি চাইলে, এই পেজ-এর নিচে 'ENTER YOUR COMMENT' অংশেও লিখতে পারো। আজ এই পর্যন্ত........।
ভালো থেকো, ভালো ভেবো। আর অবশ্যই মন দিয়ে পড়াশুনা কোরো।
সুপ্রভাত/শুভসন্ধ্যা/শুভরাত্রি।
স্যার b. এ 3rdyear ar kano notes poua jaba sir apnar no ta aktu daben amra garib barir chale paysar avaba tution parta pari na plz help sir 8145477556/ susanta97mondal@gmail.com
উত্তরমুছুনআমার খুব ভালো সাহায্য পেয়েছি তোমাদের থেকে. Thank you so much
উত্তরমুছুন