মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা ফলাফল বা রেজাল্ট ২ ও ৮ মে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা ফলাফল বা রেজাল্ট ২০২৪ 👉 উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল ২০২৪ ( প্রকাশিত হবে ৮ মে বেলা ৩ টা ) কীভাবে দেখতে হবে জেনে নাও 👉 এখান থেকে Madhyamik (Secondary) and Higher Secondary Examination Result 2024 আগামী ২ মে, বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে এ বছরের মাধ্যমিকের ফলাফল । তার ঠিক ছ'দিনের মাথায় ৮ মে প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফলাফল। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে এ খবর পাওয়া গেছে। ২ মে সকাল ৯টায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিক ভাবে ফলাফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। সকাল ৯টা ৪৫ থেকে ওয়েবসাইটে ফল জানতে পারবে পড়য়ারা। ওই দিনই পর্ষদের বিভিন্ন ক্যাম্প অফিস থেকে মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে স্কুলগুলি। ইতিহাস বই এর ওয়েবসাইট থেকে মাধ্যমিকের ও উচ্চমাধ্যমিকের ফলাফল জানা যাবে। মাদ্রাসা বোর্ডের ফলাফল ও এখান থেকে জানা যাবে। ১) মাধ্যমিক পরীক্ষার ফলাফল - ২০২৪ কীভাবে দেখতে হবে জেনে নাও এখান থেকে । 👉 মাধ্যমিক পরীক্ষার ফলাফল - ২০২৪ ( প্রকা...
উচ্চমাধ্যমিক ইতিহাসের সিলেবাসে বদল এই সময়: একাদশ- দ্বাদশে সিলেবাস দু'মাসের নতুন চালুর মাথায় তিনটি বিষয়ের সিলেবাস ও নম্বর বিভাজনে কিছু পরিবর্তন আনল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তবে সবচেয়ে বেশি বদল এসেছে উচ্চ মাধ্যমিক স্তরে তৃতীয় সেমেস্টারে (আদশে) ইতিহাসের পাঠ্যক্রমে। সংসদের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দশম শতাব্দী থেকে সপ্তদশ শতাব্দী পর্যন্ত এখন পাঁচ জন পরিব্রাজকের ইতিহাস পড়লেই হবে। এই পাঁচ জন হলেন-আল মাসুদি (বাগদাদ), মার্কো পোলো (ইতালি), আব্দুর রজ্জাক (ইরান) এবং ফ্রান্সের তাভেরনিয়ের ও বার্নিয়ার। সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য শনিবার বলেন, 'আগে নির্ধারিত সিলেবাসে ৭০০ বছরের সময়সীমায় ৪০-৫০ জন পরিব্রাজকের ইতিহাস পড়ার কথা বলা হয়েছিল। তা থেকে প্রশ্ন করা ও পরীক্ষা দেওয়া কঠিন হতে পারত। তাই পাঁচ জন পরিব্রাজকের বিষয়ে জোর দেওয়া হয়েছে।' শিক্ষকদের একাংশের পর্যবেক্ষণ, সেমেস্টার পদ্ধতিতে পড়ুয়াদের অতিরিক্ত চাপ কমাতেই সম্ভবত এই উদ্যোগ সংসদের। ইতিহাসের পাশাপাশি একাদশের প্রথম সেমেস্টারে রাশিবিজ্ঞানের ক্ষেত্রে 'ডিজিসিএসআইআর'-র বদলে 'ডিজিসিআইএস' পড়তে