মাধ্যমিক পরীক্ষা ২০২৬-এর রেজিস্ট্রেশন তথ্য যাচাই মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশনের তথ্য যাচাই ও সংশোধন মাধ্যমিক রেজিস্ট্রেশনের তথ্য যাচাই ও সংশোধন করার উপায়, Verification and Correction of Registration Information for Madhyamik Examination. মাধ্যমিক পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইতিমধ্যেই তোমরা পেয়ে গেছো। এই প্রথম স্কুল থেকেই সরাসরি রেজিস্ট্রেশন সার্টিফিকেট সংগ্রহ করেছ তোমরা। কিন্তু তোমার রেজিস্ট্রেশনের দেওয়া সব তথ্য ঠিকঠাক আছে তো? যদি ঠিকঠাক থাকে, তাহলে ভালো। যদি না থাকে তাহলে কী করবে? তোমার করণীয় : এই সমস্যা সমাধানের জন্য মধ্যশিক্ষা পর্ষদ ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। তোমরা যারা ২০২৪ সালে নবম শ্রেণিতে পড়ার সময় মাধ্যমিকের জন্য রেজিস্ট্রেশন করেছিলে, সেই সময় দেওয়া তথ্য ঠিকঠাক আছে কিনা, তা যাচাই করার জন্য এই ব্যবস্থা। তোমরা ১৮ ই সেপ্টেম্বর থেকে ২৫ শে সেপ্টেম্বর এর মধ্যে অনলাইনে এই তথ্য যাচাই করে নিতে পারবে। কীভাবে করবে? এজন্য মধ্যশিক্ষা পর্ষদ একটি পোটাল বা ওয়েবসাইট তৈরি করেছে। ওয়েবসাইট এর নাম ‘ স্টুডেন্ট ভেরিফিকেশন পোর্টাল ’। এ...
ইতিহাস বই : নবম - বি এ সুপ্রিয় ছাত্র-ছাত্রী, তোমরা এখন দেখছো ' ইতিহাস বই '। বাংলা ভাষায় ইতিহাস বিষয়ক প্রথম ও একমাত্র ওয়েবসাইট। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ও পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ছাত্রছাত্রীদের ( নবম থেকে দ্বাদশ শ্রেণির) সাহায্য করার লক্ষ্য নিয়ে এর যাত্রা শুরু। আশা করি সাইটটি তোমাদের কাজে আসবে। যে ক্লাসের ইতিহাস প্রশ্ন ও উত্তর চাও নিচের সেই ক্লাসের লিংকের ওপর ক্লিক করো । ইতিহাস বই নবম শ্রেণি ।👈 ক্লিক করো ইতিহাস বই দশম শ্রেণি । 👈 ক্লিক করো ইতিহাস বই একাদশ শ্রেণি । 👈 ক্লিক করো ইতিহাস বই দ্বাদশ শ্রেণি ।👈 ক্লিক করো 📗📙 ইতিহাস বই ওয়েব সাইট দেখার নিয়ম :📘📙 তবে এখান থেকে সাহায্য পেতে হলে এই সাইট ব্যবহারের কিছু নিয়ম তোমার জানা দরকার। আমি ধরে নিচ্ছি তুমি নবম শ্রেণিতে পড়। প্রথম অধ্যায়ের প্রশ্ন পেতে চাও। সেই অনুযায়ী নিয়ম ব্যাখ্যা করছি। ১ ) প্রথমেই তোমাকে যে শ্রেণিতে (ক্লাসে) পড় (মেনুবারে থাকা) সেই শ্রেণিতে (নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির যেকোন একটিতে) ক্লিক করতে হবে। ২ ) এরপর যে পেজ খ...