মাধ্যমিক পরীক্ষা ২০২৬-এর রেজিস্ট্রেশন তথ্য যাচাই
![]() |
মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশনের তথ্য যাচাই ও সংশোধন |
মাধ্যমিক রেজিস্ট্রেশনের তথ্য যাচাই ও সংশোধন করার উপায়,
Verification and Correction of Registration Information for Madhyamik Examination.
মাধ্যমিক পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইতিমধ্যেই তোমরা পেয়ে গেছো। এই প্রথম স্কুল থেকেই সরাসরি রেজিস্ট্রেশন সার্টিফিকেট সংগ্রহ করেছ তোমরা। কিন্তু তোমার রেজিস্ট্রেশনের দেওয়া সব তথ্য ঠিকঠাক আছে তো?
যদি ঠিকঠাক থাকে, তাহলে ভালো। যদি না থাকে তাহলে কী করবে?
তোমার করণীয় :
এই সমস্যা সমাধানের জন্য মধ্যশিক্ষা পর্ষদ ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। তোমরা যারা ২০২৪ সালে নবম শ্রেণিতে পড়ার সময় মাধ্যমিকের জন্য রেজিস্ট্রেশন করেছিলে, সেই সময় দেওয়া তথ্য ঠিকঠাক আছে কিনা, তা যাচাই করার জন্য এই ব্যবস্থা।
তোমরা ১৮ ই সেপ্টেম্বর থেকে ২৫ শে সেপ্টেম্বর এর মধ্যে অনলাইনে এই তথ্য যাচাই করে নিতে পারবে।
কীভাবে করবে?
এজন্য মধ্যশিক্ষা পর্ষদ একটি পোটাল বা ওয়েবসাইট তৈরি করেছে। ওয়েবসাইট এর নাম ‘স্টুডেন্ট ভেরিফিকেশন পোর্টাল’। এই পোর্টালে ঢুকে তোমার তথ্য যাচাই করে নিতে হবে। পোর্টালে ঢোকার জন্য নিচে 👇 পোর্টালের লিংকে ক্লিক করতে হবে। তবে,
স্টুডেন্ট ভেরিফিকেশন পোর্টাল
মধ্যশিক্ষা পর্ষদের পোর্টালে ঢোকার আগে জেনে নাও কীভাবে এই যাচাইয়ের কাজ তুমি করবে।
১) প্রথমেই Search Your Data Students বাটনে ক্লিক করো।
২) ক্লিক করার সাথে সাথে তিনটে বক্স খুলবে।
- প্রথমটিতে স্কুলের ইনডেক্স নম্বর অথবা স্কুলের নাম লিখবে।
- দ্বিতীয়টিতে নিজের নাম লিখবে।
- তৃতীয়টিতে নিজের জন্মতারিখ লিখবে।
150709
৩) লেখার পর Search বাটনে ক্লিক করো।
৪) সার্চ বাটনে ক্লিক করার পর একটি টেবিল লিস্ট খুলে যাবে। সেই টেবিলে নিচের তথ্যগুলো থাকবে (বাঁ দিক থেকে ডানদিক পর্যন্ত)।
- তোমার রেজিস্ট্রেশন নাম্বার : (যেমন ধরো, 1234567890)
- তোমার নাম :
- তোমার পিতার নাম :
- তোমার মাতার নাম :
- তোমার জন্মতারিখ :
- একেবারে ডানদিকে থাকবে : Action বাটন। এই বাটন এর নিচে থাকবে Verify বাটন।
৫) যদি দেখো ওখানে থাকা তথ্যগুলো তোমার তথ্যগুলোর সাথে মিলে যাচ্ছে তাহলে Verify লেখার উপর ক্লিক করো।
৬) Verify লেখার উপর ক্লিক করলে তোমার ছবি ও বিস্তারিত তথ্য সহ একটা ফর্ম খুলবে।
৭) এবার পুরো ফর্মটা ভালো করে মিলিয়ে দেখে নাও তোমার জানা তথ্যের সঙ্গে ফর্মে দেওয়া তথ্য হুবহু মিলে যাচ্ছে কিনা।
[I] যদি মিলে যায় তাহলে —
- সবুজ রংয়ের বাটনের মধ্যে থাকা চারকোণা বক্সের (Checkbox) মধ্যে ক্লিক করো। এরপর Verified — No Correction Required বাটনের উপর পুনরায় ক্লিক করো।
[II] যদি না মেলে তাহলে —
- কমলা রঙের বাটনের মধ্যে থাকা চারকোণা বক্সের (Checkbox) মধ্যে ক্লিক করো। এরপর Verified — Correction Required বাটনের উপর পুনরায় ক্লিক করো। ক্লিক করার সাথে সাথে তোমার তথ্য ‘সংশোধনের আবেদনপত্র’ জমা পড়ে যাবে।
৮) ভুল সংশোধনের আবেদনপত্র জমা পড়ার সঙ্গে সঙ্গেই তোমার এই আবেদনের প্রাপ্তি স্বীকার করে একটি Correction Receipt অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে।
যদি ডাউনলোড না হয়, তাহলে দেখবে নিচে একটি ডাউনলোড বাটন আছে। বাটনটা হবে এই 👇রকম।
Download Correction Receipt (PDF)
এই ডাউনলোড বাটনে ক্লিক করে রিসিপ্ট কপিটি ডাউনলোড করে প্রিন্ট নেবে।
৯) সবশেষে, প্রিন্ট করা Correction Receipt টি নিয়ে এবং এবং ওখানেই লিখে দেওয়া প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে তোমার স্কুলে যাবে এবং প্রধান শিক্ষক মহাশয়কে দিয়ে কারেকশনের অনুরোধ করবে।
মোটামুটি এই হল মাধ্যমিকের রেজিস্ট্রেশনের তথ্য যাচাই করার প্রক্রিয়া। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং সেই অনুযায়ী নিজের করনীয়ও বুঝতে পেরেছো।
তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। মনোযোগ দিয়ে পড়াশোনা করো এবং অবশ্যই বুঝে বুঝে পড়াশুনা করো। এবং তা করতে পারলে তুমি নিশ্চয়ই ভালো রেজাল্ট করবে এবং জীবনের সফল হবে। শুভ সন্ধ্যা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন