সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশনের তথ্য যাচাই ও সংশোধন

মাধ্যমিক পরীক্ষা ২০২৬-এর রেজিস্ট্রেশন তথ্য যাচাই

মাধ্যমিক পরীক্ষা ২০২৬ পরীক্ষার আগে তথ্য যাচাই, মাধ্যমিক রেজিস্ট্রেশনের তথ্য যাচাই,Verification and Correction of Registration Information for Madhyami
মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশনের তথ্য যাচাই ও সংশোধন

মাধ্যমিক রেজিস্ট্রেশনের তথ্য যাচাই ও সংশোধন করার উপায়,

Verification and Correction of Registration Information for Madhyamik Examination.

মাধ্যমিক পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইতিমধ্যেই তোমরা পেয়ে গেছো। এই প্রথম স্কুল থেকেই সরাসরি রেজিস্ট্রেশন সার্টিফিকেট সংগ্রহ করেছ তোমরা। কিন্তু তোমার রেজিস্ট্রেশনের দেওয়া সব তথ্য ঠিকঠাক আছে তো?

যদি ঠিকঠাক থাকে, তাহলে ভালো। যদি না থাকে তাহলে কী করবে?

তোমার করণীয় :

এই সমস্যা সমাধানের জন্য মধ্যশিক্ষা পর্ষদ ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। তোমরা যারা ২০২৪ সালে নবম শ্রেণিতে পড়ার সময় মাধ্যমিকের জন্য রেজিস্ট্রেশন করেছিলে, সেই সময় দেওয়া তথ্য ঠিকঠাক আছে কিনা, তা যাচাই করার জন্য এই ব্যবস্থা।

তোমরা ১৮ ই সেপ্টেম্বর থেকে ২৫ শে সেপ্টেম্বর এর মধ্যে অনলাইনে এই তথ্য যাচাই করে নিতে পারবে। 

কীভাবে করবে?

এজন্য মধ্যশিক্ষা পর্ষদ একটি পোটাল বা ওয়েবসাইট তৈরি করেছে। ওয়েবসাইট এর নাম ‘স্টুডেন্ট ভেরিফিকেশন পোর্টাল’। এই পোর্টালে ঢুকে তোমার তথ্য যাচাই করে নিতে হবে। পোর্টালে ঢোকার জন্য নিচে 👇 পোর্টালের লিংকে ক্লিক করতে হবে। তবে,

স্টুডেন্ট ভেরিফিকেশন পোর্টাল 

মধ্যশিক্ষা পর্ষদের পোর্টালে ঢোকার আগে জেনে নাও কীভাবে এই যাচাইয়ের কাজ তুমি করবে।

১) প্রথমেই Search Your Data Students বাটনে ক্লিক করো। 
২) ক্লিক করার সাথে সাথে তিনটে বক্স খুলবে।
  1. প্রথমটিতে স্কুলের ইনডেক্স নম্বর অথবা স্কুলের নাম লিখবে। 
  2. দ্বিতীয়টিতে নিজের নাম লিখবে।
  3. তৃতীয়টিতে নিজের জন্মতারিখ লিখবে। 
মনে রেখো : (জন্ম তারিখ লেখার সময় প্রথম তারিখ (Date) লিখবে, তারপর মাস (Month) লিখবে , শেষে বছর (Year) লিখবে। যেমন ধরো, তোমার জন্মতারিখ হল : ১৫ই জুলাই ২০০৯। তাহলে তোমাকে লিখতে হবে এভাবে —

150709

৩) লেখার পর Search বাটনে ক্লিক করো।
৪) সার্চ বাটনে ক্লিক করার পর একটি টেবিল লিস্ট খুলে যাবে। সেই টেবিলে নিচের তথ্যগুলো থাকবে (বাঁ দিক থেকে ডানদিক পর্যন্ত)। 
  1. তোমার রেজিস্ট্রেশন নাম্বার : (যেমন ধরো, 1234567890)
  2. তোমার নাম : 
  3. তোমার পিতার নাম :
  4. তোমার মাতার নাম :
  5. তোমার জন্মতারিখ :
  6. একেবারে ডানদিকে থাকবে : Action বাটন। এই বাটন এর নিচে থাকবে Verify বাটন।
৫) যদি দেখো ওখানে থাকা তথ্যগুলো তোমার তথ্যগুলোর সাথে মিলে যাচ্ছে তাহলে Verify লেখার উপর ক্লিক করো। 
৬) Verify লেখার উপর ক্লিক করলে তোমার ছবি ও বিস্তারিত তথ্য সহ একটা ফর্ম খুলবে
৭) এবার পুরো ফর্মটা ভালো করে মিলিয়ে দেখে নাও তোমার জানা তথ্যের সঙ্গে ফর্মে দেওয়া তথ্য হুবহু মিলে যাচ্ছে কিনা। 
[I] যদি মিলে যায় তাহলে —
  • সবুজ রংয়ের বাটনের মধ্যে থাকা চারকোণা বক্সের (Checkbox) মধ্যে ক্লিক করো। এরপর Verified — No Correction Required বাটনের উপর পুনরায় ক্লিক করো।
[II] যদি না মেলে তাহলে —
  • কমলা রঙের বাটনের মধ্যে থাকা চারকোণা বক্সের (Checkbox) মধ্যে ক্লিক করো। এরপর Verified — Correction Required বাটনের উপর পুনরায় ক্লিক করো। ক্লিক করার সাথে সাথে তোমার তথ্য ‘সংশোধনের আবেদনপত্র’ জমা পড়ে যাবে
৮) ভুল সংশোধনের আবেদনপত্র জমা পড়ার সঙ্গে সঙ্গেই তোমার এই আবেদনের প্রাপ্তি স্বীকার করে একটি Correction Receipt অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে।

যদি ডাউনলোড না হয়, তাহলে দেখবে নিচে একটি ডাউনলোড বাটন আছে। বাটনটা হবে এই 👇রকম।

Download Correction Receipt (PDF)

এই ডাউনলোড বাটনে ক্লিক করে রিসিপ্ট কপিটি ডাউনলোড করে প্রিন্ট নেবে

৯) সবশেষে, প্রিন্ট করা Correction Receipt টি নিয়ে এবং এবং ওখানেই লিখে দেওয়া প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে তোমার স্কুলে যাবে এবং প্রধান শিক্ষক মহাশয়কে দিয়ে কারেকশনের অনুরোধ করবে।

মোটামুটি এই হল মাধ্যমিকের রেজিস্ট্রেশনের তথ্য যাচাই করার প্রক্রিয়া। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং সেই অনুযায়ী নিজের করনীয়ও বুঝতে পেরেছো। 

তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। মনোযোগ দিয়ে পড়াশোনা করো এবং অবশ্যই বুঝে বুঝে পড়াশুনা করো। এবং তা করতে পারলে তুমি নিশ্চয়ই ভালো রেজাল্ট করবে এবং জীবনের সফল হবে। শুভ সন্ধ্যা।

মন্তব্যসমূহ

সর্বাধিক পঠিত প্রশ্নগুলি দেখো

ইতিহাস বই (ওয়েব সাইট) দেখার নিয়ম :

ইতিহাস বই : নবম - বি এ সুপ্রিয় ছাত্র-ছাত্রী, তোমরা এখন দেখছো ' ইতিহাস বই '। বাংলা ভাষায় ইতিহাস বিষয়ক প্রথম ও একমাত্র   ওয়েবসাইট।  পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ও পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ছাত্রছাত্রীদের ( নবম থেকে দ্বাদশ শ্রেণির) সাহায্য করার লক্ষ্য নিয়ে এর যাত্রা শুরু। আশা করি সাইটটি তোমাদের কাজে আসবে।  যে ক্লাসের ইতিহাস প্রশ্ন ও উত্তর চাও নিচের সেই ক্লাসের লিংকের ওপর ক্লিক করো । ইতিহাস বই নবম শ্রেণি ।👈 ক্লিক করো ইতিহাস বই   দশম শ্রেণি । 👈 ক্লিক করো ইতিহাস বই   একাদশ শ্রেণি । 👈 ক্লিক করো ইতিহাস বই   দ্বাদশ শ্রেণি ।👈 ক্লিক করো 📗📙 ইতিহাস বই ওয়েব সাইট দেখার নিয়ম :📘📙 তবে এখান থেকে সাহায্য পেতে হলে এই সাইট ব্যবহারের কিছু নিয়ম তোমার জানা দরকার। আমি ধরে নিচ্ছি তুমি নবম শ্রেণিতে পড়। প্রথম অধ্যায়ের প্রশ্ন পেতে চাও। সেই অনুযায়ী নিয়ম ব্যাখ্যা করছি। ১ ) প্রথমেই তোমাকে যে শ্রেণিতে (ক্লাসে) পড় (মেনুবারে থাকা) সেই শ্রেণিতে (নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির  যেকোন একটিতে) ক্লিক করতে হবে। ২ ) এরপর যে পেজ খ...

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা ফলাফল বা রেজাল্ট ২০২৫

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা ফলাফল বা রেজাল্ট ২ ও ৭ মে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা ফলাফল বা রেজাল্ট ২০২৫ 👉  উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল ২০২৫ (   প্রকাশিত হবে ৭ মে  বেলা ২ টা   )  কীভাবে দেখতে হবে জেনে নাও 👉  এখান থেকে Madhyamik (Secondary) and Higher Secondary Examination Result 2025 আগামী ২ মে, বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে এ বছরের মাধ্যমিকের ফলাফল । তার ঠিক পাঁচ দিনের মাথায় ৭  মে প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফলাফল। মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধমিক শিক্ষা সংসদ সূত্রে এ খবর পাওয়া গেছে। ২ মে সকাল ৯ টায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিক ভাবে ফলাফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। সকাল ৯টা ৪৫ থেকে ওয়েবসাইটে ফল জানতে পারবে পড়য়ারা। ওই দিনই পর্ষদের বিভিন্ন ক্যাম্প অফিস থেকে মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে স্কুলগুলি।  ইতিহাস বই এর ওয়েবসাইট থেকে মাধ্যমিকের ও উচ্চমাধ্যমিকের ফলাফল জানা যাবে। মাদ্রাসা বোর্ডের ফলাফল ও এখান থেকে জানা যাবে।     ১) মাধ্যমিক পরীক্ষার ফলাফল -  ২০২৫ কীভাবে দেখতে হবে জেনে নাও এখান থেকে । 👉  মাধ্যমিক ...

এশিয়াটিক সোসাইটি কী? গড়ে ওঠার উদ্দেশ্য কী ছিল?

উত্তর জানতে এখানে ক্লিক কর

ইতিহাস বই ফেসবুক গ্ৰুপ ও তার উদ্দেশ্য।

ইতিহাস বই ফেসবুক গ্রূপ ও তার উদ্দেশ্য ইতিহাস বই ফেসবুক গ্ৰুপ ও তার উদ্দেশ্য এই গ্রুপটি শুধুমাত্র ইতিহাসের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের জন্য তৈরি। নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীরা এর সদস্য হতে পারবে। উদ্দেশ্য : প্রাইভেট টিউশন ছাড়াই ইতিহাসে ভালো রেজাল্ট করতে ছাত্রছাত্রীদের সাহায্য করা। কারা যুক্ত হতে পারেন : ১) ইতিহাসের যে সমস্ত শিক্ষক-শিক্ষিকা চান ইতিহাস বিষয়টি সহজ করে ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরতে যাতে তাদের গৃহশিক্ষকের প্রয়োজন না হয় তাদের জন্য এই গ্রূপ। ২) যে সমস্ত ছাত্রছাত্রী ক্লাসে অল্প সময়ের মধ্যে তাদের প্ৰয়োজন মিটছে না তাদের জন্য এই গ্রুপ। ৩) লজ্জা, হীনমন্যতা বোধ বা ভয়ে ছাত্রছাত্রীরা ক্লাসের শিক্ষক-শিক্ষিকার কাছে নিজের মনের কথা (পড়াশুনা সংক্রান্ত) বলতে পারছে না তারা এই গ্রুপে যোগ দিতে পারবে। কীভাবে এই সাহায্য পাওয়া বা দেওয়া যাবে : (ক) ছাত্রছাত্রীরা যেভাবে সাহায্য পাবে : ১) ছাত্রছাত্রীরা এখানে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে এই সাহায্য পরস্পর পরস্পরকে করতে পারবে। ২) এই বিষয়ে 'ইতিহাস বই' শিরোনামে ওয়েব সাইট তৈরি করা হয়েছে যার লিঙ্ক এখানে দেওয়া থাকবে সে...

দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য সুখবর

দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য সুখবর। ২০২০ সালের ইতিহাস পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে গেছে। ইতিমধ্যে প্রথম অধ্যায় থেকে একগুচ্ছ প্রশ্ন ও উত্তর আপলোড হয়েছে। প্রশ্নত্তোর পেতে এখানে ক্লিক করো ।

নমুনা প্রশ্ন ও প্রশিক্ষণ পুস্তিকা

১) দশম শ্রেণি: 👉  নমুনা প্রশ্ন ও প্রশিক্ষণ পুস্তিকা ২) নবম শ্রেণি:  নমুনা প্রশ্ন ও প্রশিক্ষণ পুস্তিকা এই 'নমুনা প্রশ্ন ও প্রশিক্ষণ পুস্তিকা' পেতে নিচের ফরমটি পূরণ করুন ও সাবমিট করুন । তারপর অবশ্যই উপরের যে প্রশিক্ষণ পুস্তিকাটি পেতে চান উপরের দেওয়া সেই পুস্তিকার ( দশম / নবম শ্রেণির ) লিংকের ওপর ক্লিক করুন । নিচের ফর্মটি submit না করলে এবং উপরের ওই লিংকে ক্লিক না করলে এই পুস্তিকা কোনোভাবেই আপনি পাবেন না।

মাধ্যমিক পরীক্ষা ২০২৫ ফলাফল - এখানে ক্লিক করুন

আগে (বাম দিকে)  রেজাল্ট দেখার নিয়ম দেখো । তারপর (ডান দিকে)  ক্লিক করো  এবং এগিয়ে যাও

জনশ্রুতির শ্রেণিবিভাগ

প্রশ্ন উৎপত্তির বিচারে জনশ্রুতিগুলিকে কয়টি ধারায় ভাগ করা যায় ? উত্তর উৎপত্তির দিক থেকে বিচার করলে জনশ্রুতিগুলিকে দুইটি ধারায় ভাগ করা যায়। উদাহরণ - ১)   মানুষের দেখা ঘটনার বিবরণ। যেমন , নবাব সিরাজকে নিয়ে নানা কিংবদন্তি। ২) মানুষের না-দেখা ঘটনার বিবরণ। যেমন , কচ্ছপের পিঠে পৃথিবীর অবস্থান ও তার নড়ে ওঠার কারণে ভুমিকম্প হওয়ার কাহিনি। কিন্তু সাধারণভাবে জনশ্রুতিকে পাঁচ ভাগে ভাগ করা হয় – ১) পৌরাণিক কাহিনি ২) কিংবদন্তী ৩) লোককথা ৪) স্মৃতিকথা এবং ৫) মৌখিক ঐতিহ্য

উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল কীভাবে দেখবে?

উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল ২০২৫ উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল জানতে নিচের স্টেপগুলি অনুসরণ করো উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল জানতে নিচের স্টেপগুলি অনুসরণ করো :